বিসিবির সভাপতি হতে চান খালেদ মাহমুদ সুজন তার প্রতিযোগি হিসেবে আছেন আবেদিন ফাহিম।Cricfancy.com
ডেস্ক রিপোর্টঃ
সদ্যই ঘোষণা এসেছে নাজমুল হাসান পাপন আর সভাপতি থাকছেন না। মূলত তার অসুস্থতার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি বস।
তবে তিনি এটা জানিয়েছেন যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর জন্য এতই করেছেন যে অন্য কেউ বিসিবির সভাপতি পদে দাড়াতে চাইবেনা।
কিন্তু প্রতিযোগিতায় নাম দেখিয়েছেন খালেদ মাহমুদ সুজন।
তিনি জানিয়েছেন আমি অনেকদিন যাবত কোচ হিসেবে রয়েছি।
আমি জাতীয় দলেও অনেক দিয়েছি।এবার সময় এসেছে দেশের ক্রিকেট পরিচালনায় কিছু দিতে।তখন তিনি আরো বলেন আমি মনে করি আমি সভাপতি পদের জন্য নিজেকে উপযুক্ত মনে করি।কেননা আমি দেশের ক্রিকেট আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।
অন্যদিকে আবেদিন ফাহিম এর হাত ধরেই বেড়ে উঠেছেন মুশফিক সাকিব ও তামিমরা।
তার হাত ধরেই তারা জায়গা পেয়েছেন জাতীয় দলে এবং জাতিকে অনেক কিছু দিয়েছেন।
মুশফিক সাকিবরা এখনো তাকে অনেক সম্মান করে,
সেই সুবাদে তিনিও লড়তে চান বিসিবির সভাপতি পদে।
তবে এমন টা শোনা যাচ্ছে তিনি এই পদের পার্থী হতে শরে দাড়াতে পারেন।
তবে খালেদ মাহমুদ সুজন ঠিকই থাকছেন সভাপতি পদের পার্থী হয়ে।
0 Comments