যেভাবে মোবাইলে অথবা পিসিতে অনলাইনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা দেখবেনঃ
ক্রিকফেঞ্চি ট্রিকসঃ
বর্তমানে ধুমধারাকা চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
প্রতিটি দল তাদের সেরাটা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এই টান টান উত্তেজনার টি-টোয়েন্টি বিশ্বকাপ এর মজা উপভোগ করছেন পুরো বিশ্ব।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখার জন্য অপেক্ষা করতে থাকেন অনেকেই।নিজের দলের একটা খেলা শেষ হতে না হতেই আরেকটা খেলা কখন আসবে সেই প্রহর গুনতে থাকে ক্রিকেট প্রেমিরা।
কিন্তু এই টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি সরাসরি না উপভোগ করা যায় তাহলে সকলের মজাটাই মাটি হয়ে যায়।যার কারন হচ্ছে মূলত অনলাইনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ গুলো দেখতে না পারা।যার কারনে দর্শকেরা ইউটিউব এবং ফেসবুকে লাইভ দেখতে চায় কিন্তু দেখতে পারেনা।
অনলাইনে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখার কয়েকটি উপায় রয়েছে। যেগুলো আজকে আমরা আপনাদের বলে দিবো।তাই পুরো পোস্ট মনোযোগ দিয়ে পড়ুন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ মোবাইলের দেখার কয়েকটি উপায়ঃ
- টিভি (জিটিভি,টি-স্পোর্টস এবং বিটিভি)
- ফেসবুক
- ওয়েবসাইট
- অ্যাপ
- আমাদের সাইট ক্রিকফেঞ্চি
তো এবার আসি আপনারা কিভাবে উপরোক্ত উপায়গুলো মোবাইল থেকে দেখবেনঃ
১/জিটিভি, টি-স্পোর্টস এবং বিটিভি -
যাদের বাসায় টেলিভিশন রয়েছে তারা সহজেই এই টিভিগুলোতে লাইভ দেখতে পারবেন। তবে যদি টিভি না থাকে তাহলে কিভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ লাইভ দেখতে পারবেন তাই বলে দিবো।
২/ফেসবুক-
লাইভ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ গুলা চলার সময় অনেক ফেসবুক পেজএ লাইভ দেখিয়ে থাকে।আপনারা লাইভ ম্যাচ চলাকালীন ফেসবুক এ সার্চ করলে ভিডিও পেয়ে যাবেন এবং সেখান থেকে দেখতে পাবেন।
৩/ওয়েবসাইট-
এমন অনেক ওয়েবসাইট রয়েছে যারা টি-টোয়েন্টি বিশ্বকাপ লাইভ দেখায়।আপনারা চাইলে সেই ওয়েবসাইট গুলো থেকে দেখে নিতে পারবেন।তো কোথায় পাবেন সেই ওয়েবসাইট গুলো? তাই বলে দিচ্ছে আপনাদের।ওয়েবসাইটগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফুল ক্লিয়ার দেখতে পারবেন ১/Cricbuzz 2/cricHD 3/Cricfancy এই তিন সাইট থেকে।
১/Cricbuzz:
ক্রিকবাজ বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের পাঠকদের একটা ওয়েবসাইট। যেখানে সকল প্রকার খেলা লাইভ স্কোর এবং লাইভ খেলা দেখানো হয়।সেজন্য আপনাকে ক্রিকবাজ লিখে গুগল এ সার্চ করতে হবে এবং সেখান এ গিয়ে লাইভ টি-টোয়েন্টি বিশ্বকাপ লাইভ দেখতে হবে।
ক্রিকবাজ ওয়েবসাইটের লিংকঃ এখানে
২/CricHD
Crichd ওয়েবসাইট থেকে আপনি স্কাইস্পোর্টস ক্রিকেট, স্টারস্পোর্টস, স্টারস্পোর্ট হিন্দি, উইলো ক্রিকেট এইচডি, পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস পিকে এর মাধ্যমে টি-টোয়েন্টি ম্যাচ দেখতে পারেন। তবে এই সাইটটি শুধুমাত্র পিসি ব্যবহারকারীদের জন্য পারফেক্ট, যদিও এটি মোবাইলে দেখা যায়, তবে মোবাইল ঘোরাতে হবে।
দ্রষ্টব্য: শুরুতে শব্দ বন্ধ থাকবে, আপনাকে নিচ থেকে শব্দ বাড়াতে হবে। যদি সাউন্ড অপশন না আসে, আপনি পেজটি রিফ্রেশ করে সেখানে মাউস নিয়ে যেতে পারেন, তাহলে দেখতে পারবেন।
৩/ Cricfancy
ক্রিকফেঞ্চি সাইটেও আপনারা লাইভ স্কোর এবং লাইভ টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে পারবেন। সেজন্য আপনাকে Cricfancy লিখে সার্চ করলে পেয়ে যাবেন।
৪/ অ্যাপ
ওয়েবসাইট ছাড়াও অনেক অ্যাপ পাবেন যেগুলা দিয়ে লাইভ টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে পারবেন তারমধ্যে কয়েকটি উপায় রয়েছে যেগুলো অনেক ভালো।
তো সেগুলার লিস্ট হচ্ছেঃ
- Toffee
- My gp
- Bioscope
- Rabbitholebd (আপনাকে ৯৯ টাকার সাবস্কিপশন কিনে দেখতে হবে)
- Bd Cast
- HD Streamz
তো উপরের সবগুলো অ্যাপ প্লেষ্টোর এ পেয়ে যাবেন।
ডাউনলোড করে দেখে নিবেন।
ধন্যবাদ।
0 Comments